ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের উপজন দিন পালন
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : ভাওয়াইয়া আর লোকসঙ্গীত সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের ১২০ বারিয়া জন্মদিন পালন করিলেক খাগড়াবাড়ি নাট্যসংঘ ক্লাব ও দুর্গোৎসব কমিটি। বিতা কালি সন্ধ্যাত নাট্য সংঘের নিজস্ব ক্লাবঘরত আব্বাস উদ্দিন আহমেদের প্রতিকৃতিত ফুল-মালা দিয়া শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাওয়াইয়া সম্রাটের জন্মবার্ষিকী পালন করা হইছে। অনুষ্ঠানত আব্বাস উদ্দিন স্মরণে ভাওয়াইয়া গান পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী সন্দীপ রায়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন কিশোরনাথ চক্রবর্তী। উদ্যোক্তাদের পক্ষে নির্মল কুমার দে, জহর রায়, প্রদীপ রায় জানাইছেন যে করোনা আবহের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মানি এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হইছে। উমরা আরও কইছে এদিন ভাওয়াইয়া সম্রাটের জন্মদিন পালনের পাশাপাশি ব্যারাকপুরের ‘বিসর্গ’ নাট্যদল দুটি নাটক পরিবেশন করিছে। বিসর্গ নাট্যদল দুইদিন আগতে কোচবিহারে আসিছে। উমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি জনসচেতনতামূলক পথনাটক পরিবেশন করি থাকে। আমাদের এখানে আইসায় আমরা তাদের নাটক মঞ্চস্থ করার সুযোগ করি দেই এবং সেই নাট্যদলের হাতে সামান্য অর্থ তুলে দেওয়া হইছে।
এছাড়াও একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হৈছে। পত্রিকা প্রকাশ করিছেন বিশিষ্ট শিক্ষক ও নাট্যকার পূর্বাচল দাশগুপ্ত ও গৌরাঙ্গ সিনহা।