প্রাপ্য টাকার দাবিতে পথ অবরোধ কুমোড়পাড়াত
মানিক বর্মন,তুফানগঞ্জ: ১০০ দিনের কাজের টাকা না পায়া পথ অবরোধ করিলেক শ্রমিকলা । ঘটনাটি ঘটিছে তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের কুমোড় পাড়া এলাকাত । এই ঘটনাক কেন্দ্র করি তৈরি হইছে রাজনৈতিক তর্জা । বুধবার নাটাবাড়ি আলিপুর দুয়ার রাজ্য সড়ক অবরোধ করে শ্রমিকরা । ঘটনার খবর পায়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যায় এলাকাত । উমরা শ্রমিকদের সাথে কথা কয়া অবরোধ তুলি দেয় । সাকাল প্রায় সাড়ে দশটা থাকি অবরোধ শুরু হয় । অবরোধ চলে বেলা প্রায় ১২ টা পর্যন্ত ।
জানা গেছে বিতা মার্চ মাসে খিব বৃষ্টির কারনে কুমোড় পাড়া এলাকাত জল জমি যায় । সেই জল বাইর করি দিতে এলাকাত বসানো হয় ঢোল । ঢোল বসানো হয় ১০০ দিনের কাজের আওতায় । মোট ৭ দিনের কর্মদিবস কাজ হয় । মার্চ মাসে কাজ হলেও এলাঙ পইর্যন্ত কোন টাকাই পায় নাই শ্রমিকরা । সেই কারনেই এই পথ অবরোধ করে স্থানীয় শ্রমিকরা ।
শ্রমিকরা এদিন টাকা না পায়া ক্ষোভে ফাটি পরে । উমার হয়া সুভাষ রায় কয় – ১০০ দিনের আওতাভুক্ত হওয়ার পরেও হামরা কোন টাকা পাই নাই । যে কারনেই এই পথ অবরোধ ।
এই পথ অবরোধক কেন্দ্র করি শুরু হইছে রাজনৈতিক তরজা । এলাকাত বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতারা বাকযুদ্ধে জড়িয়ে পরে । এই বিষয়ে স্থানীয় বিজেপির শক্তিপ্রমুখ লক্ষন রায় কন – এলাকার তৃণমূল নেতৃত্ব কাজ করে নিয়া টাকা দিচ্ছে না । এটা ইমার্জেন্সি ফান্ডের কাজ । শ্রমিকদের ভুল বুঝিয়া ১০০ দিনের কাজের আওতাভুক্ত করিছে । ইমার্জেন্সি ফান্ডের টাকা নিজেরায় ভাগ করে নিছে ।
নাটাবাড়ি ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার দাস কন – বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছে বিজেপি । উমার সমস্ত অভিযোগ ভিত্তিহীন । কেন্দ্রে টাকার জন্য আবেদন করা হইছে । টাকার প্রসেসিং চইলছে । এই ঘটনাত শুধুই রাজনীতিকে জড়িত করির ধরিছে বিজেপি ।
নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অধীরচন্দ্র দাস জানান – ১০০ দিনের আওতাভুক্ত ঢোল বসানোর কাজের সম্পূর্ণ প্রসেসিং সম্পন্ন হইছে । কিছুদিনের মধ্যেই টাকা পায়া যাবে শ্রমিকগিলা।