পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির কর্মচারীদের অবস্থান বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : স্থায়িকরনের দাবি সহ বেশ কিছু দাবিতে কোচবিহার শহরের স্টেশন চৌপথি এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির কর্মচারীরা। বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই মিছিল, অবস্থান, অনশন করছিলেন ওই সমিতির সদস্যরা। গত ১৪ দিন ধরে তারা কোচবিহার কলেজের সামনে অনশন কর্মসূচিতে বসেন। কিন্তু তাদের অভিযোগ দীর্ঘ এতদিন ধরে অনশন কর্মসূচি চলাকালীন স্বাস্থ্য দপ্তর থেকে কেউ গিয়ে খোঁজখবর নেয়নি। অথচ অনশন কর্মসূচি শুরু করার আগেই স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিনিধি এ পর্যন্ত হাজির হয়নি। টানা ১৪ দিন অনশন অতিক্রম হয়ে ১৫ দিনে পড়েছে। অনেকেই অসুস্থ হয়ে পড়লেও স্বাস্থ্য দপ্তরের কোনো সাহায্য পাচ্ছেন না বলে তাদের অভিযোগ । তাই বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে। তাই এদিন তারা প্রথমে স্টেশন মোড়ে অবরোধ করে। এরপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। সংগঠনের পক্ষে মেহেবুব ইলাহি আলী জানিয়েছেন, অনশনে বসার কথা স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে আগাম জানানো হলেও অনশনের ১৪ দিন অতিক্রান্ত হলেও স্বাস্থ্য দপ্তর থেকে কেউ তাদের খোঁজখবর নিতে যায়নি। এভাবে চলতে থাকলে এবং দাবি পূরণ না হলে লাগাতার অনশন চলবে বলে হুঁশিযারি দিয়েছেন তিনি।