করোনার কারণে প্রশাসনিক বিধিনিষেধে জৌলসহীন চোপড়ার অষ্টমী দূর্গা পূজা
সুবল গোপ, চোপড়া:- প্রশাসনিক অনুমতি না পাওয়ায় জৌলুস নেই এবার চোপড়ার শতাব্দী প্রাচীন অষ্টমী দুর্গা পূজার জহরা মেলায়। মাথায় হাত দোকানি, নাগর দোলা চিত্রাহার সহ শত শত ব্যবসায়ীর। এব্যাপারে মেলা কমিটির সম্পাদক অজয় পাল জানান, প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার দশমীর আট দিন পর এখানে দুর্গাদেবী পুজিতা হন ।তবে শারদীয়া দুর্গাপূজার মতো চার দিন ধরে এখানে পূজা হয়না। পুরনো রীতি মেনে এক দিনেই সব পূজা সম্পন্ন হয় ।রবি বার রাত্রে এই পূজা হয় ।আজ সোমবার সকাল থেকে তিন দিন ধরে মেলা হওয়ার প্রথা থাকলেও করোনা আবহের কারনে এবার প্রশাসনিক অনুমতি না পাওয়ায় মেলা বসানো বাতিল করেছেন । তবে পুজো যথারীতি হয়েছে। এবং পার্শবর্তী এলাকার ভক্তরা মন্দিরে এসে পুজো দেবেন,এবং জহরা দেবীকে দর্শন করবেন ।এছাড়াও স্থানীয় দর্শনার্থীদের জন্য কয়েকটা মিষ্টি জিলিপির দোকান ও ফল সবজির দোকান বসানো হয়েছে ।এসব ঠিকঠাক থাকলেও ,সোমবার মেলায় গিয়ে দেখা গেল, মন্দিরে খুব কম সংখ্যক ভক্তের সমাগম ।মেলার চত্তরে যেখানে হাজার হাজার যাত্রীর অংশ গ্রহণে মেলা জমজমাট হয়ে উঠত ,সেখানে এবার একেবারে ফাঁকা। কিন্তু, মেলার মূল রাস্তার ধারে বেশ কিছু দোকানে ছিল ভিড়ে ঠাসা। কয়েকটি মনিহারি ও একটি লটারি দোকানে দেখা গেল ,ক্রেতা বিক্রেতা উভয়েই মাস্ক ছাড়াই ভিড় জমিয়ে বেচাকেনা করছে। পূজা কমিটি সূত্রে জানা গেছে এবারে এই মেলা ১৩৩ বছরে পদার্পন করেছে।