মূখ্যমন্ত্রীক চিঠি দিল বিধায়ক আর পুর প্রশাসক অশোক ভট্টাচার্য

সঞ্জয় হালদার,শিলিগুড়ি: শিলিগুড়ি কর্পোরেশন আর বগলের এলাকাত করোনা পরিস্থিতির অবনতি হছে, এই উদ্বেগ প্রকাশ করিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওক একটা চিঠি দিলেক শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য। চিঠিত উমায় জানায়, দূর্গা পূজার পাছত থাকিয়া সংখ্যাটা বাড়া শুরু করিছে। ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগমের কো-অর্ডিনেটরগিলার ম্যালাঝন মানষি আক্রান্ত হইছেন। সুস্থ হওয়ার পাছত আরহ আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটিছে। রাজ্য সরকার পরিচালিত দুইটা কোভিড হাসপাতালের একটা বড় অংশও বেসরকারিকরণ করি দেওয়া হইছে। তায় রুগীর ভর্তির ক্ষেত্রে সমস্যা হছে। এছাড়া চিকিৎসাকর্মী এবং স্বাস্থ্যকর্মীর অভাব সহ অক্সিজেনের অভাব দেখা দিছে। এই ঢক করি চলতে থাকিলে পরিস্থিতির আরও অবনতি ঘটির পারে বুলি আশঙ্কা প্রকাশ করিয়া যথাযথ পদক্ষেপের দাবি জানায় মুখ্যমন্ত্রীর কাছত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *