শেষ হলো পাঁচ দিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবির
ময়নাগুড়ি, ৫ নভেম্বর : আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হলো পাঁচ দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির। ময়নাগুড়ি স্পোর্টস এন্ড ক্যারাটে ডো একাডেমির পক্ষ থেকে ময়নাগুড়ি ব্যাংকান্দি এলাকায় গত ১নভেম্বরে থেকে শুরু হয় পাঁচ দিবাসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার এই শিবির আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করা হলো। এদিন প্রশিক্ষণ নিতে আসা ছাত্র ছাত্রী দের হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জানা যায়, এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন প্রান্তের প্রায় ৩৫ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার এই প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ইউথ ক্লাবের সম্পাদক বাপি সরকার, ময়নাগুড়ি স্পোর্টস এন্ড ক্যারাটে ডো একাডেমির সম্পাদক কাশি দেবনাথ সহ প্রমুখরা। একাডেমির সম্পদক কাশি দেবনাথ বলেন, “বর্তমান প্রজন্ম মোবাইলেই বেশির ভাগ সময় কাটাতে পছন্দ করেন। শরীরিক সক্ষমতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই উদ্যোগ। এছাড়া নিজেদের হেফাজত নিজেদের করার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।”