মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের
সংবাদদাতা, পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা :
মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গা অঞ্চলের মৃত জাকির মিয়া নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হাজির হন কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। শুক্রবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রী।
উল্লেখ্য,গত মঙ্গলবার মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছোট শিমুলগুড়ি ডাঙ্গাপাড়া এলাকার জৈনিক জাকির আলী নামে এক ব্যক্তি র মৃত্যু হয়। এলাকার জাকির আলী তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা বলে পরিচিত। জানা গিয়েছে,তিনি নিয়মিত সন্ধ্যায় বাড়ী ফিরলেও গত রবিবার বাড়ী ফেরেনি জাকির আলী। এর পর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। সোমবার বাড়ী থেকে প্রায় ২০ কিমি দূরে একটি নদীর ধারে থেকে উদ্ধার হয় তার অসুস্থ্য শরীর।পুলিশই প্রথম হাসপাতালে ভর্তি করে পরিবারকে খবর দেয়। পরে মঙ্গলবার হাসপাতালেই মারা যান জাকির আলী(৫১)। এটা স্বাভাবিক মৃত্যু নাকি খুন উঠছে প্রশ্ন। অন্যদিকে গোটা ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। শুক্রবার সেই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।