কোচবিহার ছায়ানীড়ের নাটক ও মূকাভিনয় উৎসব শুরু হল

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় এবং কোচবিহার ছায়ানীড়ের উদ্যোগে শুরু হল নাটক ও মূকাভিনয় উৎসব-২০২০ (দ্বিতীয় পর্ব)। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার শহরের সাহিত্য সভার মঞ্চে উৎসবের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী পলাশ নাথ। অনুষ্ঠানে ‘সংলগ্ন’ পত্রিকার প্রকাশ করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নির্মল কুমার দে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল, সাহিত্য সভার সম্পাদক স্বপন ভট্টাচার্য্য প্রমুখ। সমস্ত সরকারি নির্দেশিকা মেনে ৩ দিন ব্যাপী নাটক ও মূকাভিনয় উৎসবের আয়োজন করা হয়েছে। মোট ২০ টি নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করবে। তার মধ্যে উত্তরবঙ্গের বেশকিছু দল ছাড়াও দক্ষিণবঙ্গ, মধ্যপ্রদেশ ও বাংলাদেশের মূকাভিনয় ও নাটক পরিবেশিত হবে। তবে এক্ষেত্রে কোচবিহারের দলগুলি ছাড়া অন্যান্য বহিরাগত দলের অনুষ্ঠান ভার্চুয়ালি দেখানো হবে। শেষ দিন ভার্চুয়াল নাট্য উৎসবের সুচনা করবেন ভারতবর্ষের বিশিষ্ট মূকাভিনেতা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *