ছয়দিন পরেই কালীপূজো, প্রতিমা তৈরিতে ব্যস্ত হলদিবাড়ির মৃৎশিল্পীরা
বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি: কিছু দিন বিশ্রাম কাটিয়ে আবার ছন্দে ফিরেছে হলদিবাড়ির কুমোরটুলি। দূর্গা পুজোর পর লক্ষী প্রতিমা গড়তে ব্যস্ত ছিলেন হলদিবাড়ির মৃৎশিল্পীরা।সামনেই কালীপূজো। তাই আড়মোড়া ভেঙে ধীরে ধীরে কালী প্রতিমা তৈরিতে মনোনিবেশ করছে তারা।শনিবার দুপুরে হলদিবাড়ির কুমোরটুলিতে গিয়ে দেখা গেল এমনই এক দৃশ্য।কোথাও কালী প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে।আবার কোথাও বড় প্রতিমাতে মাটির প্রলেপ পড়েছে।এবিষয়ে হলদিবাড়ির মৃৎশিল্পী বাবু পাল বলেন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কালী পুজোর।এখনো বাড়োয়ারি পূজো কমিটির কালী প্রতিমা তৈরী করতে তেমন বরাত মেলেনি।যে কয়েকটি মিলেছে সেগুলি সব বাড়ির পূজোর।শুনেছি এবছর করোনার কারণে অনেক পূজো কমিটি পূজোর আয়োজন করবে না।তিনি জানান, বহু বাড়ি ও সাধারণ পূজো উদ্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন।তাই আমাদের একটু বেশি করে প্রতিমা তৈরি করে রাখতে হয়।তাঁর কথায় দূগাপূজোর শেষ বেলায় কিছুটা বিক্রি হয়েছে।এখনকার পরিস্থিতির কারণে তা ঠিকই আছে।এখন বায়না ছাড়াই কালী প্রতিমা তৈরি করে,আশায় বুক বাঁধছেন বলে জানালেন।