ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকের মানিব্যাগ, নথিপত্র খুঁজে পেয়ে ফেরৎ দিল আলোক, গড়লেন নজির
ময়নাগুড়ি, ৭ নভেম্বর : মানবতার নজির গড়লেন ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার অলোক রায়। লকডাউনের এক ঘেয়েমি থেকে রেহাই পেতে ইতিমধ্যেই জঙ্গলে ঘুরতে আসছেন বহু পর্যটক। তেমনি শনিবার শিলিগুড়ি থেকে এক পর্যটক ছুটে এসেছেন ডুয়ার্স এর গরুমারা ন্যাশনাল পার্কে । যার নাম নাম দিবাকর মন্ডল। তিনি রামশাই মেদলা টিকিট কাউন্টারে টিকিট করে মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে কোনো এক জায়গায় তার পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়। এরপর তিনি খুবই ভয় এবং আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, পর্যটক দিবাকর মন্ডলের মানিব্যাগে বেশ কিছু টাকা এবং বিভিন্ন জরুরী নথিপত্র ছিল। দিবাকর বাবু হন্যে হয়ে বিভিন্ন জায়গা খুঁজলেও তার সন্ধান পান না। এরপর স্থানীয় যুবক অলোক রায়ের সহযোগিতায় এবং চেষ্টায় তার হারিয়ে যাওয়া মানি ব্যাগ এবং নথি ফিরে পান। শনিবার সন্ধ্যার সময় মেদলা টিকিট কাউন্টারের সামনে পর্যটকের হাতে হারিয়ে যাওয়া মানিব্যাগ এবং নথি তুলে দেন। এই মানবিক কাজের জন্য দিবাকর বাবু অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অলোক বাবুকে। অলোক রায় বলেন, “আমি যখন জানতে পারি এরপর আমি খুঁজতে শুরু করি। এরপর খুঁজে পাই এবং উনার হাতে তুলে দেই। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা কর্তব্য বলে মনে করি। ওনাকে সাহায্য করতে পেরে নিজেকেও বেশ ভালো লাগছে।”