বিশেষ চাহিদা সম্পন্ন দুজনকে হুইল চেয়ার প্রদান
ময়নাগুড়ি, ১০ নভেম্বর : দুজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার দিয়ে সাহায্য করলেন জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার বাবলু সরকার ও নগেন্দ্রনাথ সেন দীর্ঘদিন ধরে হুইল চেয়ার এর অভাবে দিনযাপন করছিল। জলপাইগুড়ি জেলার আইনি পরিসেবার কর্তৃপক্ষের নির্দেশ মতো ময়নাগুড়ির আইনি সহায়করা সার্ভে করে তা জানতে পারেন। এরপর তারা নিজেরাই উদ্যোগ নেন এই দুই ব্যক্তিকে হুইলচেয়ার পাইয়ে দেওয়ার জন্য। সেইমতো মঙ্গলবার তাদের হাতে হুইল চেয়ার তুলে দেন আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা। উপস্থিত ছিলেন, আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক বসন্ত শর্মা, ময়নাগুড়ির বিডিও ফিন্টস শেরপা, আইনি সহায়ক অমিত রায়, পরিমল সেন ও অমৃত কুমার রায়। আর এই হুইলচেয়ার পেয়ে খুশি বিশেষ চাহিদাসম্পন্ন এই দুই ব্যক্তি। নতুন হুইলচেয়ার পেয়ে বাবলু সরকার ও নরেন্দ্রনাথ সেন জানান, হুইল চেয়ারের ওভাবেই দীর্ঘদিন ধরেই চলছিল, অবশেষে আইনি সহায়কদের সহায়তায় হুইলচেয়ার পেয়ে আমরা খুবই উপকৃত হব।