সরকারি সাহায্যের আর্জি হুদুমডাঙ্গা রাসলীলা কমিটির
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: করোনা অতিমারির কারণে চাঁদা তুলতে না পারায় হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের হুদুমডাঙ্গার রাসলীলা কমিটির সদস্যরা সরকারি সাহায্য না পেয়ে পূজো করতে পারছেন না। এবিষয়ে হুদুমডাঙ্গা রাসলীলা পূজো কমিটির সদস্য জীবিতোষ রায় ও শ্যামল ব্যাধ বলেন, আমাদের এই পূজো কোচবিহার জেলার দ্বিতীয় স্থান অধিকার করেছে। হুদুমডাঙ্গা রাসলীলা কমিটির পূজো এবার ৬৯ বছরে পা দিয়েছে। এই রাসলীলা কমিটির মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রয়াত পুরুন্ডিবুড়ি রায়। তারা বলেন, বিগত কয়েক বছর আগে ৭ দিন ধরে হুদুমডাঙ্গা রাসলীলা কমিটির উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছিল। হলদিবাড়ি ব্লক সহ দুর দুরান্ত থেকে মেলা দেখতে আসতো দর্শনার্থীরা। এখন আর টাকার অভাবে পূজো করতে পারছি না মেলাও করতে পারছি না। যদি সরকারি ভাবে হুদুমডাঙ্গা রাসলীলা পূজো কমিটিকে কিছু অর্থ দিয়ে সাহায্য করে তাহলে আমরা আগের মতোই পূজো করতে পারবো।