ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল তিনটি হাতি

সুব্রত রায়, ধূপগুড়ি: ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটে ডুয়ার্স দিয়ে বয়ে যাওয়া রেললাইনে। কিন্তু গত মঙ্গলবার রাতের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রেলের তরফে। যেখানে দেখা যাচ্ছে চালক ও সহকারি চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে শাবক সহ দুইটি হাতি। জানা গেছে এনজেপি- আলিপুরদুয়ার রুটের সেভক- গুলমা লাইনে ট্রেনটি চলছিল । সেই সময়চালক এম মাধো এবং সহকারী চালক হর্ষ মালিক গুলমা স্টেশনের কাছে পিলার নং ৩১/২-৩ এ রাত নয়টা পাঁচ নাগাদ লক্ষ্য করেন একটি শাবক সহ দুটি বড় হাতি রেললাইন অতিক্রম করছিল। তৎক্ষণাৎ তারা ট্রেনটিকে দাঁড় করিয়ে হাতিদের প্রাণ বাঁচান। আলিপুরদুয়ারের ডিআরএম ঘটনাটি সবিস্তারে জানিয়েছেন।উল্লেখ্য যে রেললাইনে হাতির মৃত্যু আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে বনদপ্তর ও রেলদপ্তর । কখনো হাতি করিডোরে আন্ডারপাস বা কখনো মৌমাছির গুঞ্জন শোনানো ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও থামানো যায়নি রেলের ধাক্কায় হাতির মৃত্যু। এমনকি এই এনজেপি- আলিপুরদুয়ার রুটেই একাধিক রেলের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই ক্ষেত্রে চালকের তৎপরতায় রক্ষা পেল তিনটি হাতি। যারফলে কিছুটা হলেও খুশি রেল কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *