লকডাউন বদল দিয়েছে পেশা, গাড়ি চালক থেকে হলেন মুরগি চাষী, মুরগি চাষে দেখলেন লাভের মুখ
রামপ্রসাদ মোদক, ফুলবাড়ি, ১৭ নভেম্বরঃ একসময় ছিলেন ছোট গাড়ির ড্রাইভার। গাড়ির ড্রাইভারি করে সংসার চালাতেন ফুলবাড়ির কালাঙ্গিনীর বাসিন্দা রফিকুল মোহাম্মদ। লকডাউন বদলে দিয়েছে জীবিকা। ছোট গাড়ির চালক থেকে এখন মুরগির চাষ করেন রফিকুলবাবু। তিনি বলেন, আগে ছোট চার চাকার যাত্রীবাহী গাড়ি চালাতেন। লকডাউনের জন্য সেই কাজ বন্ধ হয়ে যায়। স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার কিভাবে চলবে তা ভেবে দিশেহারা পড়েছিলেন। অবশেষে কয়লার মুরগির চাষ শুরু করেন।লকডাউন শেষ হয়ে গেলেও রফিকুল বাবু আর ফেরেননি তার পুরনো পেশায়। তিনি বলেন, ৪০-৪৫ টাকা করে মুরগির বাচ্চা কিনে প্রায় দেড় মাস পালন করার পর বিক্রির উপযুক্ত হয়।বাজারে ভাল চাহিদাও রয়েছে। পাইকার এসে বাড়ি থেকেই মুরগি নিয়ে যায় এবং লাভ ভালোই হয়। এই মুরগির চাষ করেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এখন তিনি।রফিকুল বাবু বলেন প্রায় এক হজার মুরগি পালন করেন তিনি। দেড় মাস পর বিক্রি করার সময় প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত লাভ হয়। ফলে আর ছোট গাড়ি চালকের জীবিকায় ফিরতে চাইছেন না তিনি। বাড়িতে থেকে নিজেই মুরগির পরিচর্যা করেন। বাড়ির প্রয়োজনে তার খামার থেকেই মুরগি বের করে মাংস খাওয়া হয় তার পরিবারের। তিনি বলেন গ্রামের প্রচুর যুবক চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেন। তারা যদি বাড়িতে পরিশ্রম করতে চান তাহলে মুরগি পালন তাদের জন্য একটি উপযোগী স্বনির্ভর কারী জীবিকা বলে তিনি মনে করেন।