মাথাভাঙ্গা মেলার মাঠত নারায়নী রেজিমেন্ট নিয়া প্রশ্ন তুলি দিল তৃনমূলের জেলা গড়েয়া

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২১ নভেম্বর: শনিবার মাথাভাঙ্গা টাউন তৃনমূল কংগ্রেসের ডাকত শহরের প্রাণকেন্দ্র মেলার মাঠত জনসভা অনুষ্ঠিত হৈছে। সউক বক্তায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন থাকি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হৈছে আর অন্য পাকে তৃনমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গিলা একটার পর একটা বিশ্লেষণ করিছে। কুচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের গড়েয়া পার্থ প্রতিম রায় কয় লোকসভা ভোটের আগত বিজেপি নারায়ণী রেজিমেন্ট বানে দিবার চাইছে কিন্তুক এলাঙ হৈলেক না, বিজেপি মিথ্যা কথা কয়া ভোট নিছে। কিন্তুক পশ্চিমবঙ্গ সরকার কুচবিহার মানষির মনের কথা বুজি নারায়ণী ব্যাটেলিয়ন গড়ে দিছে। তৃনমূল কংগ্রেস কাজে বিশ্বাসী, ভাওতা কথায় নোমায়। এই নাকান করি সউক বক্তায় কন্যাশ্রী, রুপশ্রী, জয়বাংলা প্রকল্প আরহ নানান নাকান সরকারি প্রকল্প নিয়া ভাষন দিছে। এটে হাজির আছিল অনগ্রসর কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা পৌরসভার প্রশাসক লক্ষপতি প্রামাণিক, রাজ্য তৃনমূল নেতা অরুনাভ গুহ, কুচবিহার জেলা তৃনমূল ছাত্র পরিষদের গড়েয়া নরেন্দ্র দত্ত, শহর তৃনমূল কংগ্রেসের গড়েয়া বটকৃষ্ণ পোদ্দার। উল্লেখ্য, আজি জেলা গড়েয়ার ভাষন চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটে খানিক টা ভাষন থমকি গেইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *