তৃনমূলের পথসভা এবং পথযাত্রাকে ঘিরে দিনভর উত্তেজনা, ফেটেছে বোমা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২৪ নভেম্বর: তৃনমূল কংগ্রেসের পদযাত্রা এবং পথসভা ঘিরে দিনভর উত্তেজনা মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট বাজারে। মঙ্গলবার তৃনমূলের ইচ্ছাগঞ্জ মোড় থেকে নয়ারহাট বাজার পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে পথযাত্রা হয়। মিছিল শেষে নয়ারহাট তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে পথ সভা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, সংশ্লিষ্ট ব্লকের তৃনমূলের সভাপতি মহেন্দ্র বর্মন, যুব সভাপতি কামাল হোসেন, ব্লক তৃনমূলের সহ-সভাপতি নজরুল হক এবং ইন্দ্রজিৎ রায় বসুনীয়া। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, দলীয় কর্মসূচির আগে এবং পথসভা চলাকালীন বিজেপির দুষ্কৃতীরা ৪ টি বোমা ফাটায়।বিজেপি এলাকায় নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কিন্তু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি নেতৃত্বরা। তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এডিশনাল এসপি এবং মাথাভাঙ্গা আই সি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাজনৈতিক অস্থিরতায় বাজার সহ সংলগ্ন এলাকার বাজার একেবারেই বন্ধ বলে অভিযোগ। সংশ্লিষ্ট ব্লক তৃনমূলের সভাপতি মহেন্দ্র বর্মন বলেন, বিজেপি নয়ারহাট বাজারে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তৃনমূল কর্মীর উপর হামলা হলে এবার ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। বিজেপি ১০ নং মন্ডল কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ সরকার জানান, তৃনমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।নিজেরাই বোমা ফাটিয়ে বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে বলে জানান। এখনও পর্যন্ত নয়ারহাট বাজার সহ সংলগ্ন এলাকা থমথমে।