দুলাল রায়ের মৃত্যু, পরিকল্পিত হত্যা নাহয় তো? প্রশ্ন রাজবংশী যুব মঞ্চের

নিজ খবরিয়া, ধূপগুড়ি: লাদেশের রাজবংশী সাহিত্য সংস্কৃতি গবেষক আরহ পুলিশ আধিকারিক দুলাল রায়ের দূর্ঘটনাত মৃত্যুর ঘটনাত নিরপেক্ষ আরহ সঠিক তদন্তের দাবি তুলিল রাজবংশী যুব মঞ্চের ধূপগুড়ি ব্লক কমিটির সদস্যলা। এইদিন ধূপগুড়ি শহরের বগল’ত বাংলাদেশ পুলিশের এএসআই দুলাল রায়ের স্মরণসভার আয়োজন করে রাজবংশী যুব মঞ্চ। বিতা ২৪ তারিখ রাতিত বাংলাদেশের রাজশাহী জেলার ঠাকুরগাঁও পুলিশ ফাঁড়ি থাকি নিজের মোটর বাইকত করি বাড়ি ফিরার ঘাটাত মোটরবাইকের পাছিলা পাখে একখান ট্রাক ঢেক্কা মারে। ট্রাকের ঢেক্কানতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুলাল রায়ের। রাজবংশী যুব মঞ্চের দাবি পরিকল্পনা করি হত্যা করা হয় এই রাজবংশী গবেষক’ক। যুব মঞ্চের অভিযোগ, রাজবংশী সাহিত্য সংস্কৃতি চর্চার কারণে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী শক্তির হাত’ত খুন হয়া গেইল রাজবংশী সমাজের গর্ব এই পুলিশ আধিকারিকের। বাংলাদেশ সরকার প্রতি রাজবংশী যুব মঞ্চের আবেদন, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা দরকার আর মৃত পুলিশ আধিকারিকের পরিবারের নিরাপত্তা দেওয়া দরকার। উল্লেখ্য শাহবাগ আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডঃ অজয় রায়ের বেটা মুক্তমনা ব্লগার তথা সামাজিক আন্দোলনের কর্মী অভিজিৎ রায়’ক প্রকাশ্যে দিনের বেলাত হত্যা করা হয়। উল্লেখ করির নাগিবে কাঁটা তারের ওপারে থাকিয়াও দুলাল রায় এই পারে কারো দাদা, কারো ভাই বা বন্ধু হয়া উঠিসে। উমার এমন মরন’ত ডুকুরি উঠিসে এ পারের রাজবংশী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *