বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ লিলাহাটির বাসিন্দারা
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: দীর্ঘদিন রাস্তা বেহাল থাকলেও উদাসীন প্রশাসন।এই অভিযোগ তুলেছে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দারা।এই জাতীয় সড়কটি দেওয়ানগঞ্জ বাজারের গিড়িয়া মোড় থেকে ডিয়াবাড়ির দিকে গিয়েছে।লিলাহাটি রাস্তাটির অবস্থা খুবই খারাপ বলে অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা।পিচের চাদর উঠে গিয়ে ছোটো পাথর বেড়িয়ে এসেছে।শুধু তাই নয় রাস্তাটির পাশে বেশ কিছু জায়গায় মাটি সরে গর্ত তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।পাশাপাশি পথবাতি না থাকায় সন্ধের পর এই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের।এই রাস্তাটি দিয়ে লিলাহাটি জিগাসারি,ডিয়াবাড়ি, চিলাহাটির বাসিন্দারা যাতায়াত করেন।সারাদিনে এই রাস্তা দিয়ে কয়েকশো মানুষ যাতায়াত করেন।কিন্তু রাস্তার অধিকাংশ জায়গাতেই পিচের চাদর উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা।পিচের চাদর উঠে গিয়ে পাথর বেড়িয়ে পরেছে রাস্তাটির।খানাখন্দে ভরতি এই রাস্তার অবস্থা। বর্ষাকালে আরও খারাপ হয়ে যায়।পাশাপাশি রাস্তার ধারে মাটি সরে যাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন তাঁরা।এই বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ গ্ৰামের বাসিন্দারা।তাঁদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে রোজ সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে শুরু করে ছাত্রছাত্রী এমনকি তাদের অভিভাবকদেরও।রাস্তার এই অবস্থায় হাজারখানেক বাসিন্দা সমস্যায় পড়েছেন।মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।দীর্ঘদিন বেহাল থাকলেও প্রশাসন রাস্তা সংস্কারের কোনোরকম উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।শ্যামল ব্যাধ,জীবিতোষ রায়র মতো স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,রোজ বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।কিন্তু রাস্তাটির এই অবস্থার ফলে সমস্যায় পড়েছেন সকলেই।রাস্তার মাটি বেশকিছু জায়গায় সরে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাঁদের।পাশাপাশি রাস্তায় আলোর ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তাঁরা।আরেক বাসিন্দা হিমাচল ব্যাধ বলেন,এই রাস্তাটির ওপর হাজারখানেক মানুষ নির্ভরশীল।রাস্তার এই অবস্থার ফলে মাঝের মধ্যেই দুর্ঘটনা ঘটেছে।অনেক সময়ই ভাঙ্গা অংশে সমস্যা হচ্ছে। রাস্তা সংস্কার হলে ৫০টি গ্ৰামের বাসিন্দারা উপকৃত হবেন।যদিও,এই বছরের মধ্যেই রাস্তাটি মেরামত করা হবে বলে আশাবাদী গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রথমি রায় জানান,বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।শীঘ্র এই রাস্তাটির কাজ শুরু করা হবে।