জেলা পরিষদ ভিত্তিক বিজেপির সাংগঠনিক সভা
বিদ্যুৎ কান্তি বর্মন, মাথাভাঙ্গা : আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি।তারই অঙ্গ হিসাবে কোচবিহার জেলা বিজেপির নির্দেশে শুক্রবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জেলা পরিষদে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায়,মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের ৬ নং মন্ডলের রুইদাঙা অঞ্চল, ৭নং মন্ডলের পারডুবি অঞ্চল ,৮নং এবং ৯ নং মন্ডলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় পচাগর অঞ্চলে। পাশাপাশি বিজেপির জেট পি ৫ নং মন্ডলের সাংগঠনিক সভা করা হয় বড়ো শৌলমারী অঞ্চলের পূর্ব সিঙ্গিজনি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে।এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপির কো – কনভেনার ইন্দ্রজিৎ দেবনাথ, ৫ নং মন্ডলের সভাপতির বিশ্বরূপ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপির কো – কনভেনার ইন্দ্রজিৎ দেবনাথ বলেন , আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার জেলা বিজেপির নির্দেশে জেলা পরিষদ ভিত্তিক সাংগঠনিক সভা করা হচ্ছে।পাশাপাশি মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের ৫ নং মন্ডলেও সাংগঠনিক সভা করা হলো। জেট পি ৫ নং মন্ডলের সভাপতি বিশ্বরূপ রায় বলেন, জেলা বিজেপির নির্দেশে ৫ নং জেলা পরিষদের বিজেপির কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করা হয়।পাশাপাশি ১১টি শক্তি কেন্দ্রের অবজারভার এবং ৩টি অঞ্চলের অবজারভার ঘোষণা করা হয়।ফুলবাড়ী অঞ্চলের অবজারভার সুরথ বর্মন ,বড়ো শৌলমাড়ি অঞ্চলের আশিস দাস, লতাপাতা অঞ্চলে সন্ধ্যার সিকদার ভৌমিক কে অবজার্ভার হিসেবে ঘোষণা করা হয় করা হয়।