নারী সুরক্ষা ও সচেতনতায় জলঢাকায় শিবির

নিজস্ব প্রতিবেদক,ধূপগুড়ি: নারী সুরক্ষা ও সচেতনতা নিয়ে জলঢাকা সামাজিক জাগরণ মঞ্চের উদ্যোগে একটি বিশেষ শিবির করা হলো রবিবার। জলঢাকা কালী মন্দিরের মাঠে নারী সুরক্ষা ও সচেতনতা নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। নারী সুরক্ষায় শিক্ষিত সমাজের দায়বদ্ধতা, নারী সুরক্ষা ও সচেতনতা নিয়ে সরকারি ও বেসরকারি সংগঠনের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক সুপ্রীয় গুহ, শিক্ষক ডঃ রতন চন্দ্র রায়, স্বপন মন্ডল, রামকৃষ্ণ পাল, উৎপল সিংহ সহ অনেকেই। সংগঠনের সম্পাদক রণজিৎ রায় বলেন, প্রত্যেকের সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আগামীদিনে নারী সুরক্ষা ও সচেতনতায় কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *