শীতের শুরুতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ডুয়ার্স
সুব্রত রায়: জেলা জুড়ে ঘন কুয়াশা। কুয়াশার ঘনত্ব সবথেকে বেশি ডুয়ার্সে । বৃহস্পতিবার সকালে এতটাই কুয়াশা পড়েছে যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখা যাচ্ছে না । এদিন সাড়ে সাতটার সময়ও লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িগুলিকে। কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক থেকে শুরু এশিয়ান হাইওয়ে ৪৮। যারফলে দূর্ঘটনার আশংকায় যানবাহনগুলো ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলছে। যেকারণে গন্তব্যস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগছে। ঠান্ডায় রীতিমতো জুবুথুবু অবস্থা সাধারণ মানুষ থেকে পশু পাখিদের । সেইসাথে হালকা শীতল বাতাস বইছে । যেকারণে ঠান্ডা আরো জোরালো ভাবে অনুভূত হচ্ছে। সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিন্তু কমেনি উল্টে বেড়েছে। ধূপগুড়ির বাসিন্দা পাপ্পু দাস জানান,” গতকাল রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। এতটাই কুয়াশা পড়েছে যে একটু সামনের জিনিস স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। যানবাহনগুলি লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।”আর এই ঠান্ডায় সবথেকে জুবুথুবু অবস্থা বয়স্কদের। ঘরের মধ্যে থাকলেও রুম হিটার চালাতে হচ্ছে। গ্ৰামে- গঞ্জে আগুনের তাপে গরমের ছোঁয়া নিতে হচ্ছে বয়স্কদের। এদিকে এতটাই কুয়াশা পড়েছে যে ঘরের লাইট জ্বালিয়ে থাকতে হচ্ছে। রাস্তার পাশে, পাড়ার মোড়ের চায়ের দোকানে ভীড় মানুষের, ঠান্ডা থেকে বাঁচতে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তারা। এমনকি কোথাও কোথাও আগুন তাপানোর ছবি ধরা পরেছে ক্যামেরায় ।