জেপি নাড্ডার কনভয়ে হামলা, হলদিবাড়িতে প্রতিবাদ বিজেপির

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভার আগে রণক্ষেত্রের রূপ নিয়েছি ডায়মন্ড হারবার। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয় এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় একাধিক বাস ও সংবাদমাধ্যমের গাড়ি। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির পার্টি অফিসের সামনে রেলগেট অবরোধ করেন বিজেপি কর্মীরা।এদিন হলদিবাড়ি শহরের রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপির জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সহ সভাপতি কমলেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের গাড়িতে ইট ছুঁড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। এরই প্রতিবাদে বিজেপির হলদিবাড়ি উত্তর মন্ডলের সভাপতি অরুণ রায় বলেন, তৃণমূল পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। তাদের দিন শেষ হতে চলেছে বুঝেই এই সব করছে। ওরা যত আক্রমণ করবে ততই মানুষ ওদের থেকে দূরে সরে যাবে। আমাদের আন্দোলন চলবে। তাঁর আরও অভিযোগ, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ও জেলার তৃণমূল যুব সভাপতি সওকাত মোল্লার নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *