ধানের পর হস্তিবাহিনীর তান্ডব এবার আলু ক্ষেতে
সুব্রত রায়, ধূপগুড়ি: ধানক্ষেতের পর এবার আলু ক্ষেতেও তান্ডব চালালো হাতির দল । ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাট এলাকায় বৃহস্পতিবার রাতে কুড়ি পঁচিশটি হাতির দল তান্ডব চালায়। যারফলে প্রায় চার বিঘা জমির আলু নষ্ট হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রোজ সন্ধ্যা নামতেই হাতির পাল জঙ্গল থেকে এভাবে লোকালয়ে হানা দিচ্ছে। কৃষকের চাষের জমি, আবার কখনো ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। লাগাতার এভাবে হাতির হানায় আতঙ্কে এলাকার কৃষকরা।এদিকে আলু ক্ষেতে হাতির দলের তান্ডবে রীতিমতো অবাক পরিবেশপ্রেমীরা। হাতি বিশেষজ্ঞ পার্বতি বড়ুয়া জানান,” হাতি সাধারণত আলু খায় না। যদি আলু খেয়ে থাকে তবে বুঝতে হবে হাতিদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে। এবং তার কারণ হতে পারে বন জঙ্গলে খাদ্যের অভাব। ” এদিকে লাভের আশায় জমিতে আলু লাগিয়ে লাভের গুড় খেয়ে গেল হাতির দল। যারফলে ব্যাংক থেকে ঋণ, চড়া সুদে সুদখোর মহাজদের থেকে ঋণ নিয়ে আলু চাষ করায় রীতিমতো চিন্তিত কৃষকেরা। পার্থ রায় জানান,” প্রায় চার বিঘা আলুর ফসল নষ্ট হয়েছে। ২০- ২৫ টি হাতির একটি দল তান্ডব চালিয়েছে । এর আগে একইভাবে ধানক্ষেতের ক্ষতি করে হাতির দল। বারবার হাতির দলের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছি আমরা। জমিতে তাহলে পরে আর কি লাভ। বনদপ্তর ষকে জানানো হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।”