রতুয়ায় বঙ্গধ্বনি পদযাত্রা
শেখ সাদ্দাম, রতুয়া: ভোট যত এগিয়ে আসছে বাংলার রাজনীতি তত উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শাসক দল সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে শুরু করেছে বঙ্গধ্বনি পদযাত্রা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেক টি বিধানসভার মতোই শুক্রবার মালদার মালতিপুর বিধানসভার অন্তর্গত চাঁচল ২নং ব্লকের গোবিন্দপাড়া থেকে মালতিপুর লাইব্রেরী মাঠ পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা করো হয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের শাসনকালের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশিত করা হয় বঙ্গধ্বনি পদযাত্রার মধ্য দিয়ে। এদিন পথযাত্রাতে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কো-অর্ডিনেটর আব্দুর রহিম বক্সি, চাঁচল ২নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি হাবিবুর রহমান সাহেব, এমদাদুল হক , রেহানা পারভীন, রতুয়া ২নং ব্লকের সভাপতি নেইমুদ্দিন হক, যুব সভাপতি মাসিদুর রহমান।