চৌরমোড় -সিঞ্জারহাট রাজ্য সড়কের বেহাল দশা, সমস্যায় স্থানীয় বাসিন্দারা

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি-সিঞ্জারহাট রাজ্য সড়কের বেহাল দশায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা। রাস্তাটি বহু জায়গায় ছোট বড় গর্ত তৈরি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। ফলে দুঘর্টনার আশঙ্কায় রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন টোটো চালক, অটো চালক সহ স্থানীয়রা। জানা গিয়েছে, রাস্তাটি সম্প্রসারণের কাজের জন্য সার্ভে শুরু করা হয়েছে। রাস্তায় কোথাও বেরিয়ে পড়েছে ছোটো পাথর, আবার কোথাও পিচের চাদর উঠে গিয়ে শোচনীয় অবস্থা তৈরি হয়েছে চৌরমোড়-সিঞ্জারহাট রাজ্য সড়কের। পাথর বেরিয়ে রাস্তার মাঝে জমা হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই রাস্তাটি হলদিবাড়ি থেকে হেমকুমারী, জিগারসারি, চিলাহাটি সহ বিভিন্ন জায়গার সংযোগস্থল। ফলে রাস্তার বেহাল দশায় দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে, গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সম্প্রসারণের কাজের জন্য ইতিমধ্যেই সার্ভে শুরু করেছে পূর্ত দপ্তর। ধাপে ধাপে রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা সুব্রত রায় বলেন, ‘চৌরমোড়-সিঞ্জারহাট রাজ্য সড়কটির গুরুত্ব অপরিসীম। বছরখানেক থেকে রাস্তাটি বেহাল হওয়ায় চলাচলের যেমন সমস্যা হচ্ছে ঠিক তেমনি সময় অনেক বেশি লাগছে। তাছাড়া দুর্ঘটনার আশঙ্কা তো রয়েছেই। কাজেই রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার।’ টোটো চালক রমেশ রায় বলেন, ‘সিঞ্জারহাট রাজ্য সড়কে আমরা টোটো চালাই। রাস্তাটি বেহাল হওয়ার কারণে টোটোর যন্ত্রাংশ ঘনঘন নষ্ট হচ্ছে। দিন দিন যাত্রী সংখ্যাও কমতে শুরু করেছে। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার।’ এই বিষয়ে হলদিবাড়ি পূর্ত দপ্তরের প্রবীণ সিংহ বলেন, ‘রাস্তা সম্প্রসারণের কাজের সার্ভে ইতিমধ্যে শুরু হয়েছে। পাকা রাস্তার কাজও শীঘ্রই শুরু হবে বলে আশা করা যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *