শালকুমারহাটে পঞ্চানন বর্মার মূর্তি বসানো হলো
মনোরঞ্জন রায়, শালকুমারহাট: শালকুমারহাট পুরান চৌপথিতে উত্তরপূর্ব ভারতের আধুনিক মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির উন্মোচন করলেন আলিপুরদুয়ার জেলার সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে। মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচন করার পর সাংস্কৃতিক মঞ্চে মনোরঞ্জন দে ভাষণে প্রস্তাব দিয়ে বলেন, যেহেতু শালকুমার পুরান চৌপথিতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির শুভ উদ্বোধন করা হলো সেই সুবাদে পুরান চৌপথির নামটা পঞ্চানন পঞ্চানন চৌপতি করা হোক।তিনি বলেন মূর্তির পাশ দিয়ে যে রাস্তাটি সিধাবারি থেকে মুন্সিপাড়ার দিকে গেছে সেই রাস্তাটির নাম পঞ্চানন বর্মার নামে নামকরণ করা হোক। অনুষ্ঠান মঞ্চে সামনে দাঁড়ানো পঞ্চানন অনুগামী মানুষ সবাই করতালি দিয়ে সেই প্রস্তাবটি গ্রহণ করেন। মনোরঞ্জন বাবু বলেন, পঞ্চানন বর্মার এই মূর্তির দেখভাল করার দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই মিলে একত্রিত ভাবে তাঁর জন্মদিন ও তিরোধান দিবস পালন করব এবং পাশাপাশি মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি যে এলাকায় রয়েছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পঞ্চানন বর্মার স্মৃতি রক্ষা কমিটিকে নিতে হবে।