তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হরিশ্চন্দ্র পুরে

নিউজ ডেস্ক,মালদা ১৪ ডিসেম্বর: কথাতেই আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।ফুটবলকে ঘিরে বাঙালির ভালোবাসা,আবেগ এবং উন্মাদনা থাকে তুঙ্গে।

এবার মালদহের হরিশ্চন্দ্রপুরে ফুটবলপ্রেমীরা মেতে উঠল আনন্দে।কারণ আজ থেকে শুরু হয়ে গেল সাদলিচক সুপার কাপ।

মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সাদলিচকে হাট সংলগ্ন ময়দানে হয় টুর্নামেন্ট। স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই হয়ে আসছে বিখ্যাত সাদলিচক সুপার কাপ।আজ ফিতে কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুভেদা বিবি,মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান এবং বিশিষ্ট সমাজসেবী আশরাফুল হক। ৭ বছরে পা দিল এই টুর্নামেন্ট ।বিভিন্ন জেলা থেকে প্রায় ৮টি দল অংশগ্রহণ করেছে।আজ হয়ে গেল প্রথম ম্যাচ। ৮ দিন ব্যাপী চলবে টুর্নামেন্ট। এই মাসের ২২ তারিখ ফাইনাল। টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচ দেখতে পার্শবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষ এসেছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যানমুলক প্রকল্পের ব্যানার দিয়ে মাঠ এবং মঞ্চ সাজানো হয়েছে। এক কথাটা টুর্নামেন্ট থেকে ‘দুয়ারে সরকার ‘ কর্মসূচিরও প্রচার করছে শাসক দল। এছাড়াও টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রায় হাজার দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হবে।

বুলবুল খান বলেন,” ২০১৩ থেকে এই টুর্নামেন্ট চলছে। বিভিন্ন জেলার সেরা দলের অংশগ্রহণ করে। এখানে আমি যেভাবে সম্মান পাই আমার খুব ভাল লাগে। স্বাস্থ্যই সম্পদ।আর খেলাধুলো করলেই ভাল থাকবে স্বাস্থ্য। ” সঙ্গে তিনি বলেন, ” রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করা হচ্ছে টুর্নামেন্টের ময়দান থেকে। “

আশরাফুল হক বলেন, ” তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুলবুল খানের সহযোগিতায় এই টুর্নামেন্ট হয়ে আসছে।প্ৰত্যেকবারই খুব ভাল খেলা হয়। বিভিন্ন এলাকার অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ ভিড় জমান খেলা দেখতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *