মুখ্যমন্ত্রীর ঘোষনার পরেই মেখলিগঞ্জে নারায়নি ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারের শিলান্যাস
বিজয় চন্দ্র বর্মন, জামালদহ, ১৫ ডিসেম্বরঃ উত্তরবঙ্গের রাজবংশী- কামতাপুরী ভাষাভাষি মানুষের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে নারায়নী ব্যাটেলিয়ন তৈরীর কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষনায় খুশি উত্তরবঙ্গের বিভিন্ন মহল। মঙ্গলবার জলপাইগুড়িতে এসে নারায়নি ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার কোচবিহার জেলার মেখলিগঞ্জে হবে বলে ঘোষনা করেন মুখ্যমনন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষনার দিনই মেখলিগঞ্জে নারায়নি ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারের শিলান্যাস করা হয়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক রাম কুমার তামাং, মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় সিংহ সরকার, মেখলিগঞ্জ এস ডি পি ও চন্দন দাস প্রমুখ। তিস্তা নদীর ওপর মেখলিগঞ্জ – হলদিবাড়ি সংযোগকারী জয়ী সেতু সংলগ্ন নিজতরফের ৩০.৪১ একর জমিতে নারায়নি ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।