জলঢাকার চর দখল করে অবৈধ ভাবে ফসল চাষের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে
ময়নাগুড়ি, ১৫ ডিসেম্বর : জলঢাকা নদীর চর ভূমি বন্টনের অভিযোগ এনে মঙ্গলবার স্মারকলিপি দিলেন ভূমি রক্ষা সুরক্ষা কমিটি ও এলককাবাসীরা। মঙ্গলবার তারা ময়নাগুড়ির ভূমি ও ভূমি সুরক্ষা আধিকারিক এবং ময়নাগুড়ির বিডিওকে এই স্মারকলিপি তুলে দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান। ময়নাগুড়ির চর চূড়াভান্ডার এলাকার জলঢাকা নদীর চর অবৈধভাবে দখল করার অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, এক সময় জলঢাকা নদীর চরকে কেন্দ্র করে একটি আন্দোলন সংগঠিত হয়। সেই সময় সেই আন্দোলনের কারনে চর জমি গো চারন ভূমিতে পরিণত হয়।অভিযোগ, বর্তমানে কিছু কতিপয় ব্যক্তি নদীর চর ভূমি কিছু জমি মাফিয়ার দ্বারা সুকৌশলে ভূমিহীনদের নাম করে চরভূমি বন্টনের নামে চাষ করছে। এমনকি মোটা টাকার বিনিময়ে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে জমি বন্টন হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এর ফলে ঐ চর ভূমি বন্টন এবং চাষাবাদ হওয়াতে গোচরন ভূমি থেকে এলাকাবাসীরা বঞ্চিত হচ্ছেন। এমনকি স্থানীয়রা সেই কাজে বাধা দিতে গেলে হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের। এছাড়াও তারা আরো অভিযোগ করেন এই বিষয়গুলি লিখিত ভাবে সরকারি আধিকারিককে জানানোর বিষয়ে জমি মাফিয়ারা জানতে পারলে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই অবস্থায় তারা প্রাননাশের আশঙ্কায় ভুগছেন। তাই তারা এই বিষয়গুলি নিয়ে মঙ্গলবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং ময়নাগুড়ির বিডিওকে স্মারকলিপি তুলে দেন। তারা এদিন দাবি জানান যে, ঐ জমি সঠিক তদন্ত করে প্রকৃত ভূমিহীনদের চরভূমি চিহ্নিত করে সরকারি ভাবে বন্টন করা হোক। এবং যারা অবৈধ ভাবে ওই চর ভূমিতে চাষ আবাদ করছেন তা সঠিক তদন্ত করে দেখা হয়। এই বিষয়ে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে সুবল চন্দ্র রায় বলেন, ” চর ভূমিতে যে গো চারন ভূমি হয়েছে তা অবৈধ ভাবে কিছু মাফিয়া বন্টন করে চাষ বাস করছেন। আমরা যারা প্রকৃত ভূমিহীন আমাদেরকে না জানিয়েই এই কাজ গুলো হচ্ছে। এই বিষয়ে মৌখিক ভাবে পঞ্চায়েত প্রধানকে জানালেও তারা কিছু বলতে পারেননি। তাই আমরা আজকে এই স্মারকলিপি তুলে দিলাম। আমরা চাই যারা অন্যায় ভাবে ওই জমিতে চাষ আবাদ করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হোক।”এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুমিত কুমার ভট্টাচার্য বলেন, “আমি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করা হবে।”