দু’বার ঘোষণা হয়েছে, আবীর খেলাও হয়েছে, তবু ময়নাগুড়ি পুরসভা হয়নি, এবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন বাসিন্দারা
ময়নাগুড়ি: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির জনসভা থেকে ময়নাগুড়ি ও ফালাকাটাকে পৌরসভা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে হারানো জমি ফিরে পেতেই এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে মুখ্যমন্ত্রী ময়নাগুড়িকে পৌরসভা ঘোষণার পরও ময়নাগুড়ির বাসিন্দাদের মধ্যে কোন উৎসাহ বা উদ্দীপনা চোখে পড়ল না। কেননা এর আগেও ময়নাগুড়িকে দুবার পৌরসভা ঘোষণা করা হয়েছে । তবে তা ঘোষণাই রয়ে গেছে, বাস্তবায়ন করা হয়নি। কিছুটা ক্ষোভের সাথে ময়নাগুড়ির ব্যবসায়ী দেবাশীষ ভট্টাচার্য বলেন,” পৌরসভা না হওয়া পর্যন্ত কোনো গুরুত্ব নেই। কেননা এর আগেও দুইবার পৌরসভা ঘোষণা হয়েছে। আর দুইবার আবির খেলাও হয়েছে। তবে আর নয়, আগে পৌরসভা হোক তারপর দেখা যাবে। তবে ময়নাগুড়ি পৌরসভা হওয়া দরকার।”