তৃনমূল ছাত্র পরিষদের ঘর কাজিয়াত উত্তপ্ত দিনহাটা কলেজ

দিনহাটা ::তৃণমূলের ছাত্রসংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষত আরহ উত্তপ্ত দিনহাটা কলেজ। এর আগতেও অনেকবার দিনহাটা কলেজ রাজনৈতিক সংঘর্ষত উত্তপ্ত হয়া উঠিছিল। ছাত্রনেতা অলক নিতাই দাসের খুনের ঘটনা এলাও দিনহাটার সাধারণ বাসিন্দাদের মন থাকি মুছি যায় নাই। তার আগোতে আরহ দুইপক্ষের মইধ্যে কাউয়া-কাশাঙ দিনহাটা কলেজ অক উত্তপ্ত করিছে।মূলত দিনহাটা কলেজের নেতৃত্ব কার অধীনে থাকিবে এই নিয়ায় অজয় রায়ের অনুগামী এবং জয়দীপ ঘোষ এর অনুগামীদের মইধ্যে ভাইল্লাদিনের ঝামেলা।

এদিন, দ্বিতীয় সেমিস্টার, এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সামনত কলেজ ক্যাম্পাসে এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয় বুলি অভিযোগ।এক পক্ষ আরেক পক্ষক লোহার রড এবং তীর-ধনুক দিয়া আক্রমণ করে।
খবর পায়া ঘটনাস্থলে আইসি সঞ্জয় দত্তর নেতৃত্বে পুলিশ বাহিনী সেটেকোনা পৌছলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এই ঘটনাযত বহিরাগত একঝনক পুলিশ আটক করে এবং একঝন বহিরাগত আহত হয়া হাসপাতালত চিকিৎসাধীন রয়েছে।

অজয় রায় এর অনুগামী ছাত্রনেতা আমির আলম কন, আজি সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছিল হঠাৎ করে জয়দীপ ঘোষ এর কয়েকঝন অনুগামী দিনহাটা কলেজ আসি পরীক্ষার্থীদের খাতা ছিড়ি দেয়। এইটা নিয়া ঘটনার সূত্রপাত।উমার কাটা ছিঁড়ার কথা জিজ্ঞেস করতেই তারা আমাদের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে।

পুলিশ সূত্রত জানা গেইছে, ইতিমধ্যেই এই ঘটনাত একঝনক আটক করি জিজ্ঞাসাবাদ করা হছে। পুরা ঘটনার তদন্ত শুরু হইছে এবং কলেজত যাতে কোন বহিরাগত ঢুকির না পারে তার জইন্যে কড়া নির্দেশ জারি করিবে বুলিয়াও জানা গেইছে কলেজ সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *