হলদিবাড়ী সীমান্তে চিলাহাটি রুটে শুরু হলো ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোচবিহার জেলার হলদিবাড়ি সীমান্ত দিয়ে হলদিবাড়ি-বাংলাদেশের চিলাহাটি রুটে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হল।বৃহস্পতিবার ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হলদিবাড়ি স্টেশনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এডিআরএম সুরেশ কুমার শর্মা, সিনিয়ার সিগন্যাল টেলিকম প্রবন কুমার সহ অন্য আধিকারিকরা। বাংলাদেশ রেলমন্ত্রক সূত্রে খবর, এদিন সকালে দুই দেশেরর প্রধানমন্ত্রী সবুজ পতাকা দেখিয়ে রেল যাত্রার শুভ সূচনা করেন। ৩০টি ওয়াগন ও দুইটি গার্ড রুম সহ ট্রেনটি হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌঁছায়। সীমান্ত অতিক্রান্ত করার সময় বিএসএফ ও কাস্টমের তরফে চেকিং করে ট্রেনটিকে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। ট্রেনতিতে দু’জন লোকো মাস্টার, দু’জন অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার ও দু’জন গার্ড আসেন। এদিনের মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দুই দেশের প্রান্তে প্রচুর মানুষ ভিড় জমান এবং হলদিবাড়ি স্টেশনে লক্ষাধিক মানুষ উৎসাহের সাথে বাংলাদেশের ট্রেনটিকে স্বাগত জানান।