হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চা বাগান ম্যানেজারকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ বানারহাটে
নিজস্ব সংবাদদাতা, গয়েরকাটা:- কয়েকদিন আগে হলদিবাড়ি চা বাগানের ভিতরে একটি পূর্ণ বয়স্ক হাতি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছিলো। প্রত্যক্ষদর্শীদের দাবি হাতিটি একটি বিদ্যুতের তারে জড়িয়ে গেছিলো যার কারণে মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে, বাগানের এক কর্তৃপক্ষ, যিনি এসিস্টেন্ট ম্যানেজার, তাকে গতকাল রাত্রিতে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আজ সকালে হলদিবাড়ি, মোড়াঘাট চা বাগানের শ্রমিকেরা যুগ্মভাবে পথ অবরোধ করে ৩১(সি) নং জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি মতো আজ রাত্রি অবধি যদি ম্যানেজার সাহেবকে ছাড়া না হয় তাহলে পথ অবরোধ তোলা হবে না। ক্রমশ ঘটনা তীব্র থেকে তীব্রতম হওয়াতে জন বারলা, লোকসভা এমপি ঘটনাস্থলে এসে পৌঁছান ও ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে যদি কেউ দায়ী হয়, তাহলে সে বাগানের মালিক হবে, ম্যানেজার নয়। সন্ধ্যা অবধি অবরোধ চলে ও রাস্তাতে টায়ার জ্বালিয়ে রাখে শ্রমিকরা পরে, ম্যানেজারকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পুলিস এবং অবরোধ তুলে নেওয়া হয়। তবে শ্রমিকরা এও জানিয়ে দিয়েছেন যে আজ রাতে বাগান ম্যানেজারকে ছাড়া না হলে, কাল থেকে বৃহত্তম আন্দোলনে নামবেন শ্রমিকেরা।