সূর্যাস্তের পর আকাশের দক্ষিণ পশ্চিমে দিকে দেখা যাবে বিরল দৃশ্য
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: সোমবার ২১-শে ডিসেম্বর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। সোমবার সূর্যাস্তের পর আকাশের দক্ষিণ-পশ্চিম দিকে তাকালে খুব কাছাকাছি দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। এই দুটি বিশাল গ্রহ মিলে তৈরি করবে যুগ্ম গ্রহ। ১৫ই ডিসেম্বর থেকে গ্রহ দুটি কাছাকাছি চলে এসেছে। ২৫শে ডিসেম্বর পর্যন্ত পাশাপাশি একসঙ্গে অবস্থান করবে গ্রহ দুটি। ২১ ডিসেম্বর মানে সোমবার যুগ্ম গ্রহে পরিণত হবে। শনি, বৃহস্পতি ও পৃথিবীর কোণের মান হবে শূন্যের কাছাকাছি (০.১) ডিগ্রি। জ্যোতির্বিদ দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, “২০ বছর পর পর বৃহস্পতি ও শনি কাছাকাছি এসেছে। তবে এবারের মতো কাছাকাছি আসছে ৮০০ বছর পর।” এরপর এই দুই গ্রহ কাছাকাছি আসবে ২০৮০ সালে এবং ২৪০০ সালে। এর আগে এই দুই গ্রহ কাছাকাছি এসেছিল ১২৮০ সালের ৪ঠা মার্চ।