সীমান্তের চাষিদের সমস্যা খতিয়ে দেখতে মানিকগঞ্জ পরিদর্শন সাংসদ ডা:জয়ন্ত রায়ের
বিষ্ণুপদ রায়,মানিকগঞ্জ: মানিকগঞ্জেরআন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের ওই প্রান্তে থাকা চাষের জমিতে যাতায়াতের জন্য নতুন গেটের দাবিতে সাংসদের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অধীন খয়েরবাড়ি এলাকার ঘটনা। কৃষকদের অসুবিধার কথা শুনে মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গেও আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।ওই এলাকা দিয়ে প্রবাহিত পাঙ্গানদী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদীর দুই প্রান্তে কাঁটা তারের বেড়া থাকলেও নদীর প্রবাহটি উন্মুক্ত রয়েছে। এতদিন সেখানে গেট না থাকলেও কৃষকরা জমিতে চাষাবাদের জন্য কর্তব্যরত বিএসএফের অনুমতি নিয়ে নদীর পাড় বরাবর জমিতে প্রবেশ করত। বর্তমানে ওই এলাকায় বিএসএফের তরফে সীমান্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ, সেতু তৈরি হলে ওই এলাকা দিয়ে আর জমিতে যাতায়াত সম্ভব হবে না। তাই জমিতে প্রবেশের জন্য নির্মীয়মাণ সেতু সংলগ্ন এলাকায় নতুন গেট তৈরির দাবিতে সাংসদের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত কৃষকরা। গেট তৈরি না হলে তাঁদের প্রায় তিন কিলোমিটার ঘুর পথে জমিতে পৌঁছতে হবে।এদিন সাংসদের সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রেবতী রায়, পঞ্চায়েত সমিতির দুই সদস্য গোপাল রায় ও অলোক রায়, বিজেপির প্রান্তন জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, দক্ষিণ মণ্ডলের সভাপতি সুভাষ রায়, যুব মোর্চার মণ্ডল সভাপতি বিষ্ণু রায়, সৌমেন রায়, দিলীপ কুমার দাস সহ অন্য নেতৃত্বরা।জলপাইগুড়ির সাংসদ ডা:জয়ন্ত রায় কৃষকদের অসুবিধার কথা স্বীকার করে জানান, ওই এলাকায় গেট তৈরির জন্য তিনি জেলাশাসক ও বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।