খাবার খেতে গিয়ে মুখে কৌটো আটকে বিপাকে সারমেয়
সুব্রত রায়, ধূপগুড়ি: খাবার খেতে গিয়ে মুখে কৌটো আটকে বিপাকে সারমেয়। পশুপ্রেমীদের তৎপরতায় বাঁচলো সারমেয়। জানা গেছে খেতে গিয়ে কুকুরের মুখে আটকে যায় কৌটো। এরপর এভাবেই মুখে কৌটো নিয়ে না খেয়ে কেটে যায় কয়েকদিন । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ির বেগুনবাড়ি এলাকায়। গ্ৰামের বাসিন্দারা অনেক চেষ্টা করেও কুকুরের মুখ থেকে কৌটো টি বের করতে পারছিলেন না। ওদিকে মুখে কৌটো নিয়েই এদিক ওদিক ছোটাছুটি করছিল কুকুরটি । অবশেষে বৃহস্পতিবার সেই খবর পৌঁছালো ধূপগুড়ি এনিম্যাল লাভার্স এর কাছে। এরপর এদিন সকালে এনিম্যাল লাভার্স এর সদস্যরা পৌছে গেলেন সেই এলাকায় । অনেক খোঁজাখুঁজির পর তারা খুঁজে পেলেন সেই কুকুরটিকে। এরপর প্রায় চার ঘন্টার চেষ্টায় কুকুরের মুখ থেকে কৌটোটি বের করে আনে তারা । কৌটো টি মুখ থেকে বের করার সঙ্গে সঙ্গেই ছুটে পালায় কুকুরটি। যেন নতুন জীবন পেল কুকুরটি। এনিম্যাল লাভার্স এর অনিকেত চক্রবর্তী জানান,” সকালে খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। এরপর দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় কুকুরের মুখ থেকে কৌটো টিকে বের করা হয়।” উল্লেখ্য ধূপগুড়ি এনিম্যাল লাভার্স এর পক্ষ থেকে এর আগে পথ কুকুরদের দূর্ঘটনা থেকে বাঁচাতে কুকুরের গায়ে রিফ্লেক্টর ও রেগিস রোগ থেকে মুক্তি দিতে টিকার ব্যবস্থা করা হয়। সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ধূপগুড়িবাসী।