মাথাভাঙ্গা বিধানসভা জুড়ে আর নয় অন্যায় ‘ কর্মসূচিকে সামনে রেখে মিছিল ও পথসভা বিজেপির
বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:-
বিজেপির ‘ আর নয় অন্যায় ‘ কর্মসূচিকে সামনে রেখে মাথাভাঙ্গা ২ নং ব্লকের চ্যাংড়াবান্ধা,5 নম্বর বাজার সহ বিভিন্ন বাজারে বুধবার সন্ধ্যায় বিজেপির কোচবিহার জেলা বিভিন্ন মন্ডল কমিটির পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়।এদিনের আর নয় অন্যায় কর্মসূচি মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধান সভার কেন্দ্রের বিধায়ক তথা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা মিহির গোস্বামী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অনিল মালাকার, 5 নং মন্ডল সভাপতি বিশ্বরূপ রায় সহ অন্যান্যরা।এদিন প্রত্যেক বিজেপি বক্তাই তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন বলে জানাযায়। এ বিষয়ে পথসভার মধ্য দিয়ে কোচবিহার উত্তর বিধানসভা বিধায়ক মিহির গোস্বামী জানান তৃণমূল সরকারের অনৈতিক দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি দল পরিবর্তন করেছেন, যারা ভালো কাজ করে তাদের মূল্য তৃণমূল কংগ্রেস দেয় না তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, উন্নয়নের ৮০শতাংশই কলকাতা লাগোয়া সমস্ত এলাকায় হয় উত্তরবঙ্গে শুধু ২০ শতাংশ উন্নয়ন আসে তবুও তা কাটমানি খেয়ে হয় মুকুপ। ফলে তৃণমূল কংগ্রেসের কাটমানি বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়ন স্বার্থে বিজেপির পতাকা হাতে নিয়েছে অমিত শাহ হাত ধরে। বিজেপি একমাত্র দল যে উত্তর-পূর্বাঞ্চল কথা ভাবে এবং উত্তরবঙ্গের সঠিক উন্নয়ন করবে। বিগত কয়েক দিন ধরে বিধানসভা জুড়ে আর নয় অন্যায় এর এই কর্মসূচি পালন হচ্ছে বলে বিজেপি সূত্রে জানা যায় ।এদিন বিভিন্ন বাজার এলাকায় মিছিল ও পথসভা করা হয় বিজিবি আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে।