আলিপুরদুয়ারের তৃণমূল নেতাকে গুলি মালবাজারে, বিজেপিকে দোষারোপ তৃণমূলের, গৌতম দেবকে চ্যালেঞ্জ জেলা বিজেপি সভাপতির
নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার: শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি আলিপুরদুয়ার জেলার সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। ঘটনার নিন্দা করে পর্যটনমন্ত্রী গৌতম দেব বিজেপির দিকে অভিযোগ তুলে বলেন, বিজেপি আশ্রিত দুস্কৃতিরা মনোরঞ্জন দে’কে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। তিনটি গুলি ছুঁড়ে, একটি গুলি তার পায়ে লাগে। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিজেপির আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা গৌতম দেবকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “এ রাজ্যে যদি দুস্কৃতি থাকে, তা হল তৃণমূল আশ্রিত দুস্কৃতি। এমনিতেই আমাদের সাধারণ কর্মীদের মেরে ফেলা হচ্ছে। বিজেপি হিংসার রাজনীতি করেনা। যদি এই ঘটনায় বিজেপি কর্মী জড়িত থাকে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে গৌতম বাবুকে চ্যালেঞ্জ জানান।” বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তুলে অভিযোগ করা হয় মনোরঞ্জন দে কি এমন ব্যক্তিগত কাজ ছিল যে অত রাতে কাজ সেড়ে গভীর রাতে ডুয়ার্সের ঘন জঙ্গলে ভরা সড়ক পথ ধরে বাড়ি ফিরছিলেন তিনি। গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “রাজ্য সরকারের পুলিশ রয়েছে, সিআইডি রয়েছে তারা ঘটনার আরো গভীরে গিয়ে তদন্ত করুক, যদি পুলিশে ভরসা না থাকে তাহলে সিবিআই দিয়ে তদন্ত করুক, দরকার হলে আমরা চিঠি লিখবো কেন্দ্র সরকারকে।”
জানা গিয়েছে, গতকাল রাত্রে ব্যক্তিগত কাজ সেড়ে শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার সময় মালবাজারে গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলেন। জানা গিয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি গাড়ি থাকে নামেন। গাড়ি থেকে নেমে তার নিরাপত্তা রক্ষী জল আনতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঐ সময় মনোরঞ্জন দে’কে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। একটি গুলি তার পায়ে লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর মনোরঞ্জন দে’কে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ঐ হাসপাতালে তাকে দেখতে আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আলিপুরদুয়ারে মনোরঞ্জন দে তৃণমূল কংগ্রেসের স্তম্ভ। বিজেপি দুস্কৃতিরা আলিপুরদুয়ার জেলার সহ সভাপতি মনোরঞ্জন দে’কে লক্ষ্য করে গুলি ছুড়ে। তিনটি গুলি ছোড়া হয়, একটি তার পায়ে লাগে বলে মন্ত্রী বলেন। বিজেপির জেলা নেতা দীপক বর্মন বলেন, মনোরঞ্জন দে’র আদর্শ, পথ ও কার্যপ্রণালীর আমরা নিন্দা করি। গুলি চালনার ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই, বিজেপি এই ধারার রাজনীতির সাথে যুক্ত নয়। ভারতীয় জনতা পার্টি মনোরঞ্জন দে’র সুস্থতা কামনা করে।
এদিন শিলিগুড়িতে মনোরঞ্জন দে’কে দেখতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ আলিপুরদুয়ারের পাতলাখাওয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা।