পথশ্রী অভিযানের রাস্তার কাজ শুরু হল চোপড়ার সোনাপুরে
সুবল গোপ, চোপড়া:- চোপড়ার সোনাপুর বাস স্ট্যান্ড সুভাষ চক থেকে সোনাপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হল আজ সোমবার। এব্যাপারে সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রুবি খাতুন জানান,পথশ্রী অভিযানে এই রাস্তার সূচনা করা হয় মাস খানেক আগে। আজ রাস্তার কাজ শুরু করা হল। তিনি আরও জানান,জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হল আজ। এব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন জানান, জেলা পরিষদের তহবিল থেকে ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তাটির কাজ করা হচ্ছে। তিনি আরও জানান,চোপড়া ব্লকের আটটি অঞ্চলের বেহাল রাস্তা গুলি নির্মাণের উদ্যোগ নিয়েছে চোপড়া পঞ্চায়েত সীমিত এবং গ্রাম পঞ্চায়েত গুলি। পথশ্রী অভিযানের মাধ্যমে চোপড়ায় বহু রাস্তা তৈরি এবং মেরামত করায় খুশি এলাকার মানুষ।