বিজেপি ছেড়ে তৃণমূলে ৪০টি পরিবার, দাবি তৃণমূলের; নিজেদের লোককে নিজেরাই যোগ করাচ্ছে তৃণমূল, দাবি বিজেপির
শুভ ,গয়েরকাটা: বিধানসভা নির্বাচনের আগে সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতে গেরুয়া শিবিরে বড়সড় ধস! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন চল্লিশটি পরিবার। সোমবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৪০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন।আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের ১৪/১৯৭ নং বুথে কর্মীসভায় তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সমির পাল, এছাড়াও উপস্থিত ছিলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের সাধারণ সম্পাদক কল্লোল দেব,শাখা সংগঠনের জয়হিন্দ বাহিনীর বানারহাট সাংগঠনিক ব্লকের সভাপতি বিকাশ ঘোষ, সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কিষান খেত মজদুর ইউনিয়নের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ রায়, ও স্থানীয় পঞ্চায়েত সদস্যা নূরজাহান বেগম প্রমুখ।উল্লেখ্য, মাদারিহাট বিধানসভা কেন্দ্র ২০১৬ সালের বিধানসভা ও ২০১৯ এর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলে ব্যাপক জয়লাভের পর থেকেই পুরোপুরি ভাবেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাদারিহাট বিধানসভা ও সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েত।২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বচনেও বিজেপি এই গ্রাম পঞ্চায়েতে শাসক দলকে পরাজিত করে নিজেদের শক্তি আরো অনেকটাই বৃদ্ধি করেনিয়েছে।এদিনের এই যোগদানের ফলে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলকে অনেকটাই অক্সিজেন দিবে বলেই মনে করছেন ঘাসফুল শিবিরের নেতৃত্বরা।সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সমির পাল জানান, মা মাটি মানুষের সরকারের নেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে এদিন বিজেপি ছেড়ে চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। পাশাপাশি তিনি আরো দাবী করেন বুথে বুথে আরো প্রচুর মানুষ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে চাইছে।খুব শীঘ্রই দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হবে।তবে তৃণমূলের এদিনের এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব, সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের শক্তি প্রমুখ শুভ্রজিৎ সেন বলেন, বর্তমানে রাজ্যে তৃণমূল দলটার পায়ের নিচের মাটি হারিয়ে গিয়েছে। তাই প্রচারের আলোর আসার জন্য নিজেরাই নিজেদের লোকজনকে যোগদান করিয়ে হাওয়া গরম করতে চাইছে। এতে নির্বাচনে কোন রকম প্রভাব পড়বে না।ইদানিং কালে পিসি আর ভাইপোর দলে যেভাবে নোংরা আবর্জনাতে ভরে গিয়েছে,তাতে বিচিং পাউডার দিয়ে ধুলে পরেও আর পরিষ্কার হবেনা বলেই তিনি জানান।