হলদিবাড়ির বান্ধবী সংঘের অকাল শ্যামাপুজোর উদ্বোধন করলেন পরেশ
মেখলিগঞ্জ ও হলদিবাড়িঃ এবারের শ্যামাপুজোর দিন অর্থাৎ ১৪ নভেম্বর শ্যামাপুজোর দিন করোনায় আক্রান্ত হন চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী। এরপর ডাক্তারের পরামর্শ মতো হোম আইসোলেশনে এবং পরবর্তীতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ফলে এবারের দীপাবলি উৎসব তার কাটে নার্সিংহোমে। বর্তমানে তিনি করোনাকে জয়ী করে বাড়ি ফিরেছেন। বুধবার হলদিবাড়ির বান্ধবী সংঘের শ্যামা পুজো উদ্বোধনের আমন্ত্রন পান তিনি। মহিলাদের দ্বারা পরিচালিত বান্ধবী সংঘের এই পুজোর উদ্বোধন করতে বুধবার তিনি হলদিবাড়িতে হাজির হন এবং পুজোর উদ্বোধন করেব। পরেশ চন্দ্র অধিকারী জানিয়েছেন, ২০১০ সালে হলদিবাড়ির ৫নং ওয়ার্ডে এই কালিমন্দিরের তিনি প্রতিষ্ঠা করেন। এদিন ছিল সেই বিশেষ দিন যেদিন এখানকার মা পূজিতা হন। বুধবার বান্ধবী সংঘের পুজোর উদ্বোধন ও নিজের হাতে পুজো দিয়ে পরেশ চন্দ্র অধিকারী জানান, “এবার দীপাবলী উৎসবে করোনা আক্রান্ত হয়ে নার্সিং হোমে ভরতি থাকায় শ্যামা মায়ের ওপর আক্ষেপ হয়েছিল,ভেবেছিলাম মা বুঝি এবার ছেলের হাতে পুজো নিতে চান না। আজ আমি ভীষণ ভাবে আনন্দিত এই ভেবে যে, করোনা মুক্তির পর নিজের হাতে মায়ের পুজো দিয়েছি আজ।”