ব্লক হলো বানারহাট, খুশিতে বিধায়ককে মিষ্টিমুখ বানারহাটবাসীর
সুব্রত রায়, ধূপগুড়ি: দীর্ঘদিনের দাবি মেনে বানারহাট ব্লক গঠনের সরকারি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আর সেই কারণেই আনন্দ উৎসবে মেতেছে বানারহাটবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় বানারহাট ব্লক ডিমান্ট ফোরামের পক্ষ থেকে ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়কে মিষ্টিমুখ করানো হয় এবং সেই সাথে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য বানারহাট ব্লক গঠনের দাবিতে দীর্ঘদিন থেকেই আন্দোলনে নামে বানারহাট ব্লক ডিমান্ট ফোরাম। এরপর ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়ের মাধ্যমে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্লক গঠনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। কিছুদিন আগে গত ১৫ ই ডিসেম্বর জলপাইগুড়ি সফরে এসে কর্মীসভা থেকে বানারহাট ব্লক গঠনের বিষয়টি ঘোষণা করেন মূখ্যমন্ত্রী। এরপর গত ২২ শে ডিসেম্বর মন্ত্রীসভার বৈঠকে বানারহাট ব্লক গঠনের প্রস্তাবটি গৃহীত হয়। গতকাল ৭ টি গ্ৰাম পঞ্চায়েত নিয়ে বানারহাট গঠনের বিষয়ে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। তারপর থেকেই খুশিতে মেতেছে বানারহাটবাসী। এদিন কোলকাতা থেকে বাড়িতে ফিরেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। সন্ধ্যায় বানারহাট ব্লক ডিমান্ট ফোরামের সদস্যরা মিষ্টি নিয়ে বিধায়কের বাড়িতে যান। তারা বিধায়ককে মিষ্টিমুখ করান ও সংবর্ধনা জানান।