রক্তের সংকট মেটাতে এগিয়ে এল বিজেপির একাংশ
বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা: নতুন বছরের শুরুতেই মুমূর্ষ রোগীর রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ দুঃস্থদের বস্ত্র বিতরণ ও দিবারাত্রি অষ্টম দলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করল কোচবিহার জেলার ৫ নং মন্ডল কমিটির ৩১ নং বুথের বিজেপি কর্মী সমর্থকরা।২০২০ কে বিদায় জানিয়ে ২০২১ সকলকে স্বাগত জানিয়ে মুমূর্ষ রোগীর রক্তের চাহিদা মেটাতে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি কর্মী সমর্থকরা পূর্বসিঙ্গিজানি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জানা যায় এদিন ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করে কোচবিহার সেন্ট জনস এম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড ব্যাংকের কর্মীরা। বুথ কমিটির প্রাক্তন যুব মোর্চার সভাপতি ডাবলু বর্মন জানান রক্তের চাহিদা মেটাতে বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ। তার পাশাপাশি এলাকার দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ এবং বিভিন্ন খেলা প্রেমি প্রতিভাদের খেলায় উৎসাহিত করে শুক্রবার পয়লা জানুয়ারি উপলক্ষে দিবারাত্রি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সদস্য আশিস দাস, ৫ নং মণ্ডল কমিটির সভাপতি বিশ্বরূপ রায় সহ আরও অনেকে।