জলপাইগুড়ি বিজেপিতে দ্বন্দ্ব এসসি মোর্চার সভাপতি পদ নিয়ে
ক্ষীরোদা রায়: রাজ্য কমিটি মনোনীত জলপাইগুড়ি জেলা বিজেপি এসসি মোর্চার সভাপতি শংকর রায়কে সড়িয়ে অখিল সরকারের নাম ঘোষণা বাপী গোস্বামীর। প্রকাশ্যে আসল বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব।বিজেপির এসসি মোর্চার রাজ্য কমিটি জলপাইগুড়ি জেলা সভাপতি পদে শংকর রায়ের নাম মনোনীত করে। জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠলো শংকর রায়কে সড়িয়ে দিয়ে অখিল সরকারকে বিজেপির জলপাইগুড়ি এসসি মোর্চার সভাপতি পদে নিয়োগ করার।এ বিষয়ে দলের অন্দরে অভিযোগ উঠেছে, রাজ্য কমিটি মনোনীত শংকর রায়কে সড়িয়ে দিয়ে বাপী গোস্বামী দলের এসসি মোর্চার জেলা সভাপতি পদে অখিল সরকারকে কোন এক্তিয়ারে নিয়োগ করেন। এসসি মোর্চার রাজ্য কমিটি সূত্রে জানা গিয়েছে, মাদার কমিটির জেলা সভাপতি পদে থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির এক্তিয়ার নেই এসসি মোর্চার জেলা সভাপতি পদে নিয়োগপত্র দেওয়ার। এক্ষেত্রে এসসি মোর্চার রাজ্য কমিটি যাকে মনোনীত করবে জেলা কমিটি তাকেই মান্যতা দেবে। জানা গিয়েছে, রাজ্য কমিটির সভাপতি তথা রাজ্যের বিধায়ক দুলাল চন্দ্র বর জেলা সভাপতি হিসাবে শংকর রায়ের নাম ঘোষণা করেন। কিন্তু কয়েকদিন আগে হওয়া ক্রান্তির নবডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এসসি মোর্চার কর্মী সম্মেলনে এসসি মোর্চার রাজ্য কমিটির দুই পদাধিকারীর উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক মনোজ ভূজেল অখিল সরকারকে এসসি মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি হিসাবে ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গিয়েছে, এসসি মোর্চার রাজ্য কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীকে জানানো হয় জেলার এসসি মোর্চার সভাপতি পদে নিযুক্ত করার জন্য তিনজনের নাম পাঠাতে। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাপী গোস্বামী তিনজনের নাম পাঠাতে পারেননি। রাজ্য কমিটি সূত্রে জানা গিয়েছে, দলের অন্য সূত্র মারফৎ জলপাইগুড়ি থেকে শংকর রায়ের নাম পাঠানো হয় এসসি মোর্চার সভাপতি পদপ্রার্থী হিসাবে। যেহেতু বাপী গোস্বামী নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নাম পাঠায়নি, রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো রাজ্য কমিটির সভাপতি দুলাল চন্দ্র বর জলপাইগুড়ি জেলা এসসি মোর্চার সভাপতি হিসাবে শংকর রায়ের নাম ঘোষণা করেন বলে জানা গিয়েছে। এদিকে ক্রান্তির কর্মী সম্মেলনে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক বাপী গোস্বামীর ঘনিষ্ঠ বলে পরিচিত মনোজ ভূজেল অখিল সরকারের নাম ঘোষণা করাতে দলের ভেতরকার আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।রাজ্য কমিটি মনোনীত এসসি মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি শংকর রায়ের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ধূপগুড়ির স্থায়ী বাসিন্দা, রাজ্য কমিটি আমাকে সভাপতি হিসাবে মনোনয়নপত্র দেয়। কিন্তু আমাকে কোনকিছু না জানিয়েই জেলা বিজেপির কয়েকজন কার্যকর্তা সভাপতি হিসাবে অখিল সরকারের নাম ঘোষণা করে। এই বিষয়ে রাজ্য বিজেপির এসসি মোর্চার সহ সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ বলেন, মোর্চার জেলা সভাপতি পদে নাম ঘোষণা করে রাজ্য কমিটি। হয়তো কোন কারণে বাপী গোস্বামী নাম পাঠাতে দেরি করে। রাজ্য কমিটিতে একটি নাম পাঠানো হয়, সেই কারণে জলপাইগুড়ি জেলা সভাপতি পদে শংকর রায়ের নাম ঘোষণা করা হয়। রাজ্য কমিটির সম্পাদক অখিল মজুমদার বলেন, এসসি মোর্চার সভাপতি পদে নিযুক্ত করার জন্য জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর কাছে নাম চেয়ে রাজ্য কমিটি যোগাযোগ করে, হয়তো তিনি সময়মত নাম পাঠাতে পারেননি, যে কারণে রাজ্য কমিটি শংকর রায়কে জেলা সভাপতি হিসাবে ঘোষণা করে। এদিকে এই বিষয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী দাবি করেন, তিনি বিজেপির জেলা সভাপতি, তার কাছে কোন খবর নেই শংকর রায় জলপাইগুড়ি জেলা এসসি মোর্চার সভাপতি, তাদের কাছে খবর রয়েছে জলপাইগুড়ি জেলা এসসি মোর্চার সভাপতি অখিল সরকার।