নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে গাড়ী, গুরুতর জখম এক
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২ জানুয়ারী :- শনিবার সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় কুড়ি ফুট নিচে নয়ান জুলিতে পরে গেল একটি প্রাইভেট গাড়ি। গাড়িতে থাকা যাত্রীদের কোন ক্ষতি না হলেও গুরুতর জখম এক স্থানীয় কৃষক। দুর্ঘটনা গ্রস্থ্য গাড়িটিকে উদ্ধার করে তদন্তে পুলিশ।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের ফালাকাটা কুচবিহার ৩১ নং জাতীয় সরকের কুশিয়ার বাড়ী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ৮ টা নাগাদ বানেশ্বর থেকে ফালাকাটা কুঞ্জনগর পার্কে ঘুরতে যাওয়ার উদ্যেস্যে একটি প্রাইভেট গাড়ীতে চারজন বেরিয়ে পরে। গাড়িটি ফালাকাটা কোচবিহার ৩১ নং জাতীয় সড়কের কুশিয়ার বাড়ি এলাকায় এলে একটি মাল বোঝাই কন্টেনারকে ওভার টেক করতে যায়। কিন্তু সেই কান্টেনারটি আচামকা বাদিকে চেপে গেলে দ্রুত গতিতে চলা প্রাইভেট গাড়িটি নিজেকে বাঁচাতে রাস্তার কিনারে চেপে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যায়। সেই সময় স্থানীয় কৃষক নুরসালাম মিঞা ধানের বীজ তলায় জল দিতে আসে। তিনি ধানের জমিতে জল দিয়ে ৩১ নং জাতীয় সড়কে উঠতে ছিলেন সেই সময় তাঁকে সজরে ধাক্কা মারে সেই প্রাইভেত গাড়ীটি। গুরুতর জখম হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নুরসালাম মিঞা। এ দিকে প্রাইভেট গাড়ীতে থাকা চারজন সামান্য চোট পেলেও কারও কোনও ক্ষতি হয় না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। দুর্ঘটনা গ্রস্থ্য গাড়িটি উদ্ধার করে ঘটনার তদন্তে পুলিশ।