দুয়ারে সরকার কর্মসূচিতে শিকেয় স্বাস্থ্যবিধি, চিন্তিত প্রশাসন
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: দুয়ারে সরকার কর্মসূচিতে হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকাতেও ব্যাপক সাড়া মিলছে। বহু মানুষের ভিড় জমছে দুয়ারে সরকার শিবিরগুলিতে। এতে অনেকে দারুণ সুবিধা পাচ্ছেন বলেও জানিয়েছেন। কিন্তু এইসব শিবিরে করোনা সচেতনতা অধিকাংশই অবলম্বন করা হচ্ছেনা বলে অভিযোগ। যা নিয়ে চিন্তিত অনেকেই। এমনকী প্রশাসনের কর্তা এবং কর্মীদের একাংশের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি। তাদের বক্তব্য, প্রতিটি এলাকাতেই দুয়ারে সরকার শিবিরে মানুষের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। তারাও যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শিবিরে আসা অধিকাংশের মধ্যেই করোনা নিয়ে কোনওরূপ সচেতনতা দেখা যাচ্ছেনা। মাস্কেরও ব্যবহার তেমনভাবে মানতে চোখে পড়ছে না। সামাজিক দূরত্ব বিধি মানার বালাই নেই। এতটাই মানুষের ভিড় জমে যাচ্ছে যে করোনা সচেতনতা পালন করার বিষয়ে বার্তা দেওয়া দূরের কথা প্রশাসনের তরফে পরিষেবার বিষয় নিয়ে কাজ করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। করোনা সচেতনতা মানার কথা একটু বলার চেষ্টা করা হলেও বিভিন্ন মানুষজন এতে কোনওরকম কর্ণপাত করছেন না বলেও অভিযোগ। যা অনেককে চিন্তায় ফেলে দিয়েছে। কয়েকজন বাসিন্দা বলেন, দুয়ারে সরকার কর্মসূচি গুলিতে যেভাবে মানুষজন স্বাস্থ্যবিধিকে অবহেলা করছেন তাতে অনেক সময় ওই শিবিরে যেতে কিছুটা হলেও আতঙ্ক অনুভব হয়। যদিও এবিষয়ে মতামত নিতে হলদিবাড়ি ব্লকের বিডিও তাপসী পালকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি। এসএমএসেরও কোন উত্তর দেননি।