তৃতীয় পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচিতে উপচে পড়া ভিড় দেওয়ানগঞ্জে

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জে তৃতীয় পর্যায়ের রাজ্য সরকারের “”দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচিতে উপচে পড়া ভিড়। জন সংযোগ বৃদ্ধি করতে রাজ্য সরকারের নতুন এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল কিছু দিন আগে । কন‍্যাশ্রী , রূপশ্রী থেকে শুরু করে খাদ্যসাথী , স্বাস্থ্যসাথী , ১০০ দিনের কাজ , জয়জহার , তপশীলি বন্ধু , শিক্ষাশ্রী , আরো অনেক প্রকল্পের কাজ আজ শুক্রবার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ হাই স্কুল বাংলা মাধ্যম বিদ‍্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিনের ক্যাম্প শুরু হয় সকাল ১০ টা থেকে এবং চলে বিকেল চারটা পর্যন্ত। সর্বত্র এলাকার সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য শিবিরে অংশগ্রহণ করেন এদিন। শিবিরে কোনো রকম সমস্যা যাতে না হয় তাঁর জন্য হলদিবাড়ি থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসন মোতায়েন ছিল । সমস্যা সমাধানে জন্য এই দুয়ারে সরকার অনুষ্ঠানে আসা মানুষজন একদিকে সমস্যার সমাধান করিয়েছেন আবার কিছু ক্ষেত্রে সঠিক কাগজপত্র নিয়ে না আসার কারণে হয়রানি ও হয়েছেন সাধারন মানুষ।দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইন চার্জ জয়ন্ত রায় বসুনিয়া জানান,” এদিন সকাল ১০ টা থেকেই শুরু এই দুয়ারে সরকার কর্মসূচি। খাদ্যাসাথী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধার জন্য আলাদা আলাদা ভাবে কক্ষ করা হয় । সমস্ত এলাকার প্রায় ,২০০০ মানুষ এদিন তাদের সমস্যা মেটানোর জন্য ক্যাম্পে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *