বিধানসভা ভোটকে লক্ষ্য করে লতাপাতায় তৃণমূলের জনসভা

বিদ্যুৎ কান্তি বর্মন ও পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা:-
সামনের বিধানসভা ভোটকে পাখি চোখ করে শাসক বিরোধী উভয় দলি কোমরর্বেধে নেমেছে । লোকসভা ভোটে উত্তরবঙ্গের শাসক দলের বিপর্যস্ত হওয়ায় উত্তর আসন গুলিকে পুনর উদ্ধার করতে স্থানীয় এবং কলকাতার রাজ্য নেতৃত্বরা উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন। সেই মত মাথাভাঙ্গা 2 ব্লক তৃণমূল কংগ্রেস ডাকে লতাপাতা গ্রাম পঞ্চায়েত হলেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হল শনিবার। এদিনের জনসভায় উপস্থিত সম্পাদক এবং তৃণমূল কংগ্রেস রাজ্য যুব সম্পাদক এবং প্রদেশ তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য , কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা  অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন  কোচবিহার জেলা সভাধিপতি উমাকান্ত বর্মন ,মাথাভাঙা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিপদ মিত্র, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

এদিনের সভায় বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন এলাকার বিজেপি নেতাদের দো-ঢেকরা বলে কটাক্ষ করেন। পাশপাশি দেবাংশু ভট্টাচার্য মোদীজি ও অমিত শাহ সমালোচনায় মুখরিত হন এবং এবং রাজ্যপাল জাগদীপ ধনকারকে ধনাদা বলে কটাক্ষ করেন এবং মাথাভাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবেন বলে দাবি করেন। এদিনের জনসভায় প্রচুর জনসমাগম লক্ষ্য করা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *