লখিয়তুল্লা ঘাটে মুজনাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সভা ও কমিটি গঠন

বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা:-
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও মাদারিহাট দুই ব্লকের সাধারণ মানুষের এপার থেকে ওপর যোগাযোগ বা যাতায়াতের অন্যতম উল্লেখ যোগ্য পথ বলতে লখিয়তুল্লা ঘাট। তবে সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল লখিয়তুল্লা ঘাটে মুজনাই নদীর উপর সেতু নির্মাণের। তবে বহুদিন এভাবে ভোট এলো ভোট গেল কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে মুজনাই নদীর উপর ব্রিজটির নির্মাণ কাজ এখন পর্যন্ত শুরু না হওয়ায়।
এদিন সোমবার সন্ধ্যায় ফালাকাটা ও মাদারিহাট দুই ব্লকের সাধারণত মানুষেরা সামনে বিধান সভা নির্বাচন কে সামনে রেখে। নির্বাচনের প্রাক মুহূর্তে লখিয়তুল্লা ঘাটের মুজনাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে আন্দোলনের নামার প্রস্তুতিতে সোমবার সন্ধ্যায় ফালাকাটা ও মাদারি হাট দুই ব্লকের বাসিন্দারা দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর হাট যাত্রী প্রতীক্ষালয় একটি সভা করে। সেই সভা থেকে পনেরো জনের সদস্য নিয়ে একটি সেতু নির্মাণ কমিটি গঠন করে। জানা যায় ১৯৯৩ সালে বিধ্বংসী বন্যায় উক্ত স্থানের পাঁকা সেতু ভেঙে যায়। দীর্ঘ ২৮ বছর ধরে বিভিন্ন মাধ্যমে বহু দাবিপত্র পেশ করা হলেও সেতু নির্মাণে কোনো পদক্ষেপ গ্রহন করেনি দুই ব্লক প্রশাসন থেকে ঊর্ধ্বতন কতৃপক্ষ।সেতু না থাকায় বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের। অবশেষে দুই ব্লকের স্থানীয় বাসিন্দারা সোমবার লখিয়তুল্লা হাটে একটি সভার মাধ্যমে কমিটি গঠন করে দুই ব্লক প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী সহ স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে এই কমিটির সদস্যরা ফালাকাটা ও মাদারিহাট দুই ব্লক প্রশাসনের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে সেতু নির্মাণের দাবি পেশ করবে বলে জানান স্থানীয় বাসিন্দা আলিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *