ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের ডেপুটেশন

আজকে কেপিপি ও নস্যশেখ যুব পরিষদ এর যৌথ কমিটি (ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ)-র পক্ষ হতে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর উদ্দেশ্যে গণ ডেপুডেশন প্রদান করা হয়। ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের দাবিগুলি ছিল কামতাপুরী ভাষার ২০২১ সালে পঠন-পাঠন চালু করা, কামতাপুরী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, ভূমিপুত্রদের রক্ষাকবচ না দেওয়া অবধি উত্তরবঙ্গে সিএএ লাগু করা যাবেনা, উত্তরবঙ্গে এইমস স্থাপন করার দাবি জানায় মঞ্চ, এছাড়া জলপাইগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি করা হয়। রবিবারের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কেপিপির সুপ্রিমো অতুল রায়, কামতাপুরী ভাষা আকাদেমির সদস্য জনাব বজলে রহমান, নস্যশেখ যুব পরিষদ এর সভাপতি মিন্টু ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *